কলকাতা, : উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা নির্যাতনের কথা স্বীকার করেছেন স্বয়ং সেখানকার মহিলারা। জানিয়েছেন, কিভাবে দিনের পর দিন অত্যাচার ও নিপীড়নের শিকার হয়েছেন তাঁরা। এই মুহূর্তে আতঙ্কের মধ্যে রয়েছেন সেখানকার মহিলারা। এই নারী নির্যাতনের ঘটনায় এবার রাজ্য সরকারের সমালোচনা করলেন সিপিআই (এম)-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি রবিবার বলেছেন, মমতার নির্দেশে সিপিএম কর্মীদের গ্রেফতার করছে পুলিশ।
বিজেপির পর এবার সিপিএমের সন্দেশখালি অভিযানেও বাধা দিয়েছে পুলিশ। ন্যাজাট ফেরিঘাটেই আটকে দেওয়া হয় মীনাক্ষী মুখোপাধ্যায়দের। ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে, পুলিশের সঙ্গে বচসা হয় সিপিআই (এম) নেতা-কর্মীদের। সন্দেশখালিকাণ্ডে এদিনই প্রাক্তন প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। এ প্রসঙ্গে মহম্মদ সেলিম বলেছেন, "সন্দেশখালির মহিলারা যখন নিজেদের কথা বলছেন, তখন পুলিশ অভিযুক্তকে গ্রেফতার না করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সিপিএম কর্মীদের গ্রেফতার করছে।"