kolkata 6 months ago

Petrapole border closed : বিশ্বকর্মা পূজায় বন্ধ পেট্রাপোল সীমান্ত, থমকে আমদানি-রফতানি

Petrapole border closed

 

পেট্রাপোল (বনগাঁ ), ১৭ সেপ্টেম্বর : বিশ্বকর্মা পূজা উপলক্ষে পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক আছে। পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, শনিবার বিশ্বকর্মা পূজার সরকারি ছুটি থাকায় ও ট্রাক চালকরা ট্রাক চলাচল বন্ধ রাখায় এবং শ্রমিকরা পেট্রাপোল বন্দরে পণ্য লোড আনলোডিং না করায় পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম সম্পূর্ণরুপে বন্ধ রয়েছে। রবিবার সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রফতানি কার্যক্রম চলবে।

You might also like!