kolkata 6 months ago

People takes a jibe at Saugata Roy : হুমকির জেরে সৌগতকে তোপ নেটানাগরিকদের, কেউ লিখলেন নিজেদের কথা ভাবুন

People takes a jibe at Saugata Roy

 

কলকাতা, ২৭ আগস্ট : ফের একবার হুমকি দিলেন তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায়। নিয়োগ দুর্নীতি থেকে গরুপাচার মামলায় ইডি, সিবিআই-এর হাতে গ্রেফতার হয়ে তৃণমূলের দুই ওজনদার নেতা এখন জেল হেফাজতে রয়েছেন। এই প্রেক্ষাপটে রাজ্যের শাসকদলকে আক্রমণের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে বিরোধীরা। 'ওদের এলাকাছাড়া হতে হবে' বলায় তোপ দাগলেন নেটানাগরিকরা। উত্তর চব্বিশ পরগণায় এক সমাবেশে তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায় শুক্রবার বলেন, ‘সিপিএম, বিজেপি যদি আমাদের চোর বলে উত্যক্ত করে, তাহলে কিন্তু তৃণমূল কর্মীরা চুপ করে বসে থাকবে না, আমরা রুখে দাঁড়ালে ওদের এলাকাছাড়া হতে হবে।' তাঁর মন্তব্যের ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ফেসবুকে সৌগতবাবুর ভিডিওতে বেশ কয়েকশো প্রতিবাদ এসেছে। আফতাবুদ্দিন আহমেদ লিখেছেন, “এখন নিজেরা কি ভাবে বাঁচবেন সেটা ভাবুন! পরে না হয় ওদের এলাকা ছাড়া করবেন!“ সোমনাথ দাস অধিকারী লিখেছেন, “আর সাধারণ পাবলিক রুখে দাঁড়ালে তোমাদেরকে এপার বাংলা ছাড়তে হবে।" অনামিকা গুপ্ত লিখেছেন, “এটার এবার ঔষধ জুটবে মনে হচ্ছে। বুড়ো তো। ভালো ওষুধ পাবে বলে মনে হচ্ছে। তাই এতো বকবক করছে।“ তারাপদ বারিক লিখেছেন, “পুলিশ আর মস্তান ছাড়া কেউ থাকবে না। পাবলিক পাশে নেই।“ সঞ্জীব আচার্য লিখেছেন, “দেবতা বলতে পারি? তখন আবার লজ্জা পেয়ে মারতে আসবেন না তো?" শুভময় জানা লিখেছেন, “বুড়োকেও বুড়ো বলা যাবে না?“ আশিস মণ্ডললিখেছেন, “এই লোকটা অধ্যাপক হলো কী করে? সম্পূর্ণ দুর্নীতিবাজ, অপদার্থ, নির্লজ্জ একটা মানুষ।“

You might also like!