kolkata

3 weeks ago

Dilip Ghosh:"মানুষ খুব হিংস্র হয়ে যাচ্ছে", বাগমারিতে পিটিয়ে খুন নিয়ে মন্তব্য দিলীপের

Dilip Ghosh
Dilip Ghosh

 

কলকাতা, ১৬ নভেম্বর : “মানুষ খুব হিংস্র হয়ে যাচ্ছে। ছোট খাটো ঘটনায় মারাত্মক ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলার কড়াকড়ি নেই। এই ধরনের ঘটনা বাড়ছে।” বৃহস্পতিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে বুধবার বাগমারিতে পিটিয়ে খুনের ঘটনা প্রসঙ্গেএই মন্তব্য করেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

তিনি বলেন, “স্কুল চত্বর ক্লাব মন্দিরে মদের বোতল পরে আছে। গ্যারাজে পানশালা বসানোর প্রতিবাদ করেছিলেন। সেই মানুষের সুরক্ষা নেই? তখন পুলিশ কোথায়? পুলিশ পিটিয়ে মারছে। কিন্তু সাধারণ মানুষের ওপর অত্যাচার হলে পুলিশের দেখা মেলেনা।”

বুধবার সাত সকালে এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ায় বাগমারী এলাকায়। ঘটনাটিতে মৃত্যু হয় এক গ্যারাজ মেকানিকের। তদন্ত শুরু করেছে মানিকতলা থানার পুলিশ। ঠিক কোন কারণে মৃত্যু হয়েছে যুবকের, তা নিয়ে ঘনাচ্ছে রহস্য।


You might also like!