kolkata

8 months ago

পেলব ঠোঁট পেতে ভরসা রাখুন ঘরোয়া উপায়ে

Beauty Care
Beauty Care

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজোতে সুন্দর ড্রেসের সাথে  মানান সই গয়না মেকাপে তো আপনি নিমেষেই হয়ে উঠবেন মোহনীয় কিন্তু এই সুন্দর সাজের সাথে যদি এক জোড়া পেলব ঠোঁট নাথাকে তবে পুরো সাজ টাই মাটি , সাময়িক ভাবে লিপস্টিক দিয়ে সেটা ম্যানেজ করা গেলেও একটা স্থায়ী সমাধান প্রয়োজন। তাই লিপস্টিকের আড়ালে লুকিয়ে রাখার চেয়ে সমস্যার সমাধান করুন সমূলে। 

১) লেবুর রস ও মধুর মিশ্রণ ঠোঁটে লাগান। বেশ কিছু ক্ষণ লাগিয়ে ধুয়ে ফেলুন। চিনির সঙ্গে লেবু আর মধু মিশিয়েও লাগাতে পারেন ঠোঁটে। এটা স্ক্রাবারের কাজ করে। প্রত্যেকের বাড়িতেই আলু থাকে। তাই আলুর রসও লাগাতে পারেন ঠোঁটে।

২) ঠোঁটের কালচে ভাব দূর করতে নারকেলের ভূমিকা কিছু কম নয়। নিয়মিত ঠোঁটে নারকেল তেল ব্যবহার করলে এই সমস্যা দূর হয়। 

৩) বরফের টুকরোয় কয়েক ফোঁটা কাঠবাদামের তেল লাগিয়ে ঠোঁটে ঘষে নিন। এতে ঠোঁটের রক্ত চলাচল স্বাভাবিক হবে এবং ঠোঁটের উজ্জলভাব ফিরে আসবে।

You might also like!