kolkata

6 months ago

Partha Chatterjee : ফের সিবিআই জেরার মুখোমুখি পার্থ চট্টোপাধ্যায়

Partha Chatterjee

 

কলকাতা, ১৯ সেপ্টেম্বর :` সোমবার সকাল হতেই প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ফের জেরার তোড়জোড় শুরু হয়। প্রশ্নমালা নিয়ে তৈরি ছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কার নির্দেশে তৈরি হত অযোগ্য প্রার্থীদের তালিকা? আর্থিক লেনদেনের বাঁটোয়ারাই বা কীভাবে? এই সকল প্রশ্নেরই মুখোমুখি হতে হয় তাঁকে।

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দফায় দফায় জেরা করছেন সিবিআই আধিকারিকরা। সোমবার সেই জেরায় বিস্ফোরক দাবি করলেন তিনি। সিবিআই সূত্রের খবর, জেরার মুখে পার্থ বলেছেন, ‘‘আমি শুধু ফাইলে সই করতাম। ওদের বিশ্বাস করেছিলাম“। তিনি দাবি করেছেন, নিয়োগ দুর্নীতিতে তাঁর বিশেষ কোনও ভূমিকা ছিল না, তাঁর কাছে ফাইল পাঠানো হত, আর সেই ফাইলে সই করতেন তিনি।

সূত্রের খবর, প্রয়োজন পড়লে প্রাক্তন মন্ত্রী, এসপি সিনহা ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে।

You might also like!