kolkata

4 months ago

Baguiati:বাগুইআটিতে তিনতলা বাড়ির একাংশ ভেঙে বিপত্তি! প্রাণ হারালেন এক যুবক

Part of the three-story house in Baguiati collapsed
Part of the three-story house in Baguiati collapsed

 

কলকাতা, ২ আগস্ট : কলকাতার বাগুইআটিতে তিনতলা বাড়ির একাংশ ভেঙে মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার রাতে তিন তলা একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে। ভগ্নস্তূপের নীচে আটকে পড়েন ১৮ বছরের যুবক। ধ্বংসস্তূপ থেকে শুক্রবার সকালে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে।

মৃত যুবকের নাম দেবজ্যোতি মণ্ডল (১৮)। বাগুইআটির নজরুল পার্কের বাড়িতে থাকতেন তিনি। বৃহস্পতিবার রাতে হঠাৎ সেই বাড়ির একাংশ ভেঙে পড়ে হুড়মুড়িয়ে। বাড়িতে যাঁরা ছিলেন, কোনও রকমে তাঁরা বাইরে বেরিয়ে আসেন। ওই বাড়ির এক তলার ছাদ ভেঙে পড়েছিল। সেখানেই যুবক ছিলেন। তিনি বেরোতে পারেননি। ধ্বংসস্তূপে তিনি চাপা পড়ে গিয়েছিলেন। শুক্রবার সকালে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।


You might also like!