kolkata

3 weeks ago

Paris is now ready for the Paralympics: প্যারিস এবার তৈরি প্যারা অলিম্পিকের জন্য

Paris is now ready for the Paralympics
Paris is now ready for the Paralympics

 

কলকাতা, ২৩ আগস্ট : আর চার দিন বাদেই অর্থাৎ ২৮ আগস্ট প্যারিসে শুরু হচ্ছে প্যারা অলিম্পিক। শেষ হবে ৪ সেপ্টেম্বর। এই মুহূর্তে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তৈরি প্যারিস। উদ্বোধনী অনুষ্ঠান হবে কনকর্ড ভেন্যুতে। প্রায় ৩০ হাজার দর্শককে উদ্বোধনী অনুষ্ঠান আকৃষ্ট করবে বলে আশা করা হচ্ছে, যারা চ্যাম্পস-এলিসিস অ্যাভিনিউতে বিনামূল্যে অনুষ্ঠানে যোগ দিতে সক্ষম হবেন।

লন্ডনের উত্তর-পশ্চিমে অবস্থিত একটি গ্রাম স্টোক ম্যান্ডেভিল থেকে গত রবিবার ফ্রান্সে অলিম্পিক শিখা এসে পৌঁছেছে। প্যারালিম্পিকে ১৯টি ভেন্যুতে ৪৪০০ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করবে। প্যারিস আয়োজক কমিটির সভাপতি টনি এস্টানগুয়েট বলেছেন, এখনও পর্যন্ত ১.৭ মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে। ইভেন্টগুলির মধ্যে রয়েছে ফ্রেঞ্চ ওপেনের হোম রোল্যান্ড গ্যারোসে হুইলচেয়ার টেনিস, স্ট্যাডে ডি ফ্রান্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ড, বার্সি এরেনায় বাস্কেটবল এবং লা ডিফেন্স অ্যারেনায় সাঁতার কাটা।

You might also like!