kolkata

2 weeks ago

Nirmal Ghosh appeared CGO complex : সিবিআইয়ের তলব, সিজিওতে হাজিরা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের

Nirmal Ghosh  (symbolic picture)
Nirmal Ghosh (symbolic picture)

 

কলকাতা, ২৩ সেপ্টেম্বর : আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে তলব করল সিবিআই। সোমবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছিল। সকাল ১১টার আগেই তিনি কেন্দ্রীয় সংস্থার দফতরে পৌঁছন। ধর্ষণ-খুনের ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তলবের বিষয়টি এড়িয়ে জানান, তাঁর নিজের কিছু নথি দেওয়ার আছে। তাই সিবিআইয়ের কাছে সময় চেয়েছিলেন। এদিন সেসব নথি নিয়ে এসেছেন। মৃতার বাড়ি তাঁরই বিধানসভা এলাকায়। ফলে বিধায়ককে তলবের বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ।


You might also like!