kolkata

1 year ago

অষ্টমীর সকালে কুমারী পুজো বেলুড় মঠে, উচ্ছ্বাসে ভেসেছে সমগ্র বাংলা

Durga Puja
Durga Puja

 


কলকাতা, ৩ অক্টোবর : ঐতিহ্য ও রীতি অনুযায়ী মহাঅষ্টমীতে বেলুড় মঠে শুরু হয়েছে কুমারী পুজো। দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনার পাশাপাশি কুমারীর মধ্যে মাতৃরূপ দর্শন, এই প্রথা মেনেই প্রতিবারের মতো এবারও বেলুড় মঠে কুমারী পুজোর আয়োজন করা হয়েছে৷ মহাঅষ্টমীর সকাল থেকেই বিভিন্ন জায়গায় কুমারী পুজো হয়েছে৷ বেলুড় মঠে ইতিমধ্যেই শুরু হয়েছে কুমারী পুজো।

এরপর মণ্ডপে মণ্ডপে চলে পুষ্পাঞ্জলি, মাইকে স্তোত্রপাঠ৷ দুপুরে হবে সন্ধিপুজো। অষ্টমী পেরিয়ে নবমীতে প্রবেশ। হাতে আর মাত্র দু'দিন৷ তাই উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম-সর্বত্রই উৎসবের আনন্দের ঢেউয়ে গা ভাসাতে তৈরি সবাই। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে বাড়ছে রঙিন জামা-কাপড়ে সাজা মানুষের ভিড়।


You might also like!