kolkata

3 weeks ago

West Bengal rape case : “পশ্চিমবঙ্গে প্রতিটি পাড়া-মহল্লায় এমন ঘটনা ঘটছে”, তোপ দিলীপ ঘোষের

Dilip Ghosh (symbolic picture)
Dilip Ghosh (symbolic picture)

 

কলকাতা, ২০ আগস্ট : “পশ্চিমবঙ্গে ধর্ষণ নতুন ঘটনা নয়। এ রাজ্যের প্রতিটি পাড়া-মহল্লায় এমন ঘটনা ঘটছে।” মঙ্গলবার সামাজিক মাধ্যমে এভাবেই কটাক্ষ করলেন রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, “৭ বছরের মেয়ে থেকে শুরু করে ৭০ বছরের বৃদ্ধা সবাই নির্যাতনের শিকার। দোষীদের শাস্তি হচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি দোষীদের ফাঁসি চান। কিন্তু পার্ক স্ট্রিট থেকে কামদুনি পর্যন্ত কোথাও অপরাধীদের শাস্তি হয়নি। বগটুইয়ে (বীরভূম), 8 জন মহিলা ও শিশুকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল, কিন্তু তারাও রাজ্য সরকারের কাছ থেকে বিচার পায়নি।

You might also like!