পাণ্ডবেশ্বর, ২৭ আগস্ট : পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরে বিপুল আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হল এক দুষ্কৃতীকে। ধৃতের নাম-সোলে পাসোয়ান। গ্রেফতারির সময় তার কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল-সহ মোট ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ধৃতের কাছ থেকে অনেকগুলি কার্তুজ ও ম্যাগাজিনও পাওয়া গিয়েছে। শনিবার দুর্গাপুর ডিসি অফিসে এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন আসানসোল–দুর্গাপুর (পূর্ব) পুলিশ কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্তা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পুলিশের আরও কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক। এদিন ধৃতকে আদালতে তোলা হবে। ধৃতের ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে পুলিশের পক্ষ থেকে।