কলকাতা, ১ অক্টোবর : প্রদেশ যুব কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হলেন বর্ধমানের আজাহার মল্লিক। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির প্রার্থী শাহিনা জাভেদকে প্রায় ৮ হাজার ভোটে পরাজিত করেছেন আজাহার।ফলপ্রকাশের পরই কংগ্রেসের অন্দরে প্রশ্ন উঠেছে, তাহলে কি দলের অন্দরে ক্রমশই দুর্বল হচ্ছে অধীর চৌধুরির রাশ? এবার যুব কংগ্রেসের পদাধিকারী নির্বাচন হয় অনলাইনে। জুন মাসে ভোটগ্রহণ শুরু হয়। জুন মাসে ভোটগ্রহণ হলেও ফলপ্রকাশ স্থগিত ছিল। শনিবার সেই ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলে দেখা গিয়েছে, সভাপতি পদে আজাহার মল্লিক পেয়েছেন ৩৯,১২১ ভোট, ওদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর প্রার্থী শাহিনা জাভেদ পেয়েছেন ৩১,১৯২টি ভোট। নতুন সভাপতি আজাহার মল্লিক দলে সোমেন মিত্রের অনুগামীদের ঘনিষ্ঠ বলেই পরিচিত।