দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার দুপুরে জয়নগর যাওয়ার চেষ্টা করেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। গোচরণে তাঁকে বাধা দেয় পুলিশ। বাধ্য হয়ে কলকাতা ফিরতে হয় তাঁকে। জানা গিয়েছে, ফেরার পথে বাইপাসের কালিকাপুর এলাকায় বিচারপতি চন্দ্রাণী মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে ধাক্কা দেয় নওশাদের গাড়ি।
প্রতিবাদ জানাতেই বিচারপতির চালককে ‘চড়’ বিধায়কের চালকের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কালিকাপুর এলাকায়। বিধায়ক-সহ তিনজনের বিরুদ্ধে গড়ফা থানায় জামিন অযোগ্য ধারায় দায়ের মামলা।
এর পরই বিচারপতির গাড়ির চালক নামেন। নওশাদ সিদ্দিকির চালকও নামেন। দুজনে জড়িয়ে পড়েন বচসায়। অভিযোগ, সেই সময় বিচারপতির চালককে চড় মারেন নওশাদের চালক। স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় নওশাদ সিদ্দিকি, তাঁর নিরাপত্তারক্ষী ও গাড়ির চালকের বিরুদ্ধে গড়ফা থানায় জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলেই খবর।