kolkata

8 months ago

Durga puja 2022 : এবারও নতুন চমক, ইতিহাস ফিরছে নিমতলা সর্বজনীন-এ

Durga Puja 2022
Durga Puja 2022

 

কলকাতা, ২১ সেপ্টেম্বর : ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আগামী রবিবার মহালয়া। মহালয়া মানেই মা দুর্গার আগমনের বার্তা এসে যাওয়া। প্রতি বছরের মত চলতি বছরেও নিমতলা সর্বজনীন-এর থিমে থাকছে চমক। ইতিহাস বরাবর বারবার ফিরে আসে। তা হোক বইয়ের পাতা, অথবা বাস্তব । আর এবার ইতিহাস ফিরছে নিমতলা সর্বজনীন-এ ।

পুরনো কলকাতা, পুরনো চিৎপুর এবার ফিরে আসছে নিমতলা সর্বজনীন-এ । জোর কদমে চলছে প্যান্ডেল বাঁধার কাজ । কারণ হাতে অল্প সময় তাই বর্তমানে মাথার ঘাম পায়ে ফেলে চলছে প্যান্ডেল বাঁধার কাজ ।

You might also like!