দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হকার সংগ্রাম কমিটি উ মার্কেটকে অবিলম্বে নাইট মার্কেট ঘোষণা করার প্রস্তাব দিল। মূলত ওই এলাকায় হকার সমস্যা সমাধানের জন্যই এই প্রস্তাব দেওয়া হয়। কলকাতা পুরসভার টাউন ভেন্ডিং কমিটি (টিভিসি)-র বৈঠকে বুধবার এই প্রস্তাব গৃহীত হয়। তবে পুরসভা সূত্রে জানা গিয়েছে, এখনও সরকারিভাবে শিলমোহর পড়েনি এই প্রস্তাবে। ওই সূত্রে দাবি, প্রস্তাবটি অনুমোদনের জন্য নবান্নের কাছে পাঠানো হবে।
কলকাতা পুরসভা দীর্ঘদিন ধরেই নিউ মার্কেট এলাকায় হকার সমস্যা সমাধানের জন্য কাজ চালাচ্ছে। অথচ কোনো সুরাহা মিলছে না। নিউ মার্কেটের স্থায়ী দোকানদাররাও এলাকার হকার সমস্যার কারণে পুরসভার উপর ক্ষুব্ধ। এই সমস্যার জট কাটাতে টিভিসি বৈঠকে হকার সংগ্রাম কমিটির তরফ থেকে জানানো হয়, পৃথিবীর বিভিন্ন দেশে নাইট মার্কেট রয়েছে। ২০১৪ সালে হকার আইন কার্যকর হওয়ার পরে দেশের অন্যান্য শহরেও নাইট মার্কেট হয়েছে। কিন্তু কলকাতায় কোনও নাইট মার্কেট নেই। এ দিকে আদালতের নির্দেশ মেনে শহরের বিপুল সংখ্যক হকারকে ‘রিলোকেট’ করতে গিয়ে টিভিসি ও পুরসভাকে সমস্যায় পড়তে হচ্ছে বলে এই সংগঠনের সদস্যরা জানান।