কলকাতা, ২৪ সেপ্টেম্বর : এক যুগ প্রতিক্ষার প্রায় অবসান। জোকা-বিবাদি বাগ রুটের পর এবার মেট্রো রেলের মহড়া হল নিউ গড়িয়া-এয়ারপোর্ট রুটেও। শনিবার নিউ গড়িয়া বা কবি সুভাষ স্টেশন থেকে থেকে রুবি বা হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত এই মহড়া হয়। এই মহড়ায় সর্বোচ্চ গতি ছিল ২৫ কিমি। নিউ গড়িয়াকে রাজারহাট - নিউ টাউন হয়ে বিমানবন্দরের সঙ্গে জুড়তে ২০১০-১১ সালে মেট্রো প্রকল্প ঘোষণা করেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে রুবি (হেমন্ত মুখাপাধ্যায়) রুটে রুটে মেট্রো পরিষেবা চালুর দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডের তরফে জানানো হয়েছে, সব কিছু ঠিক ভাবে চললে চলতি বছরের শেষেই যাত্রীদের জন্য মেট্রো চালানো সম্ভব হবে। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার যাত্রাপথে থাকছে পাঁচটি স্টেশন। কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত এবং হেমন্ত মুখোপাধ্যায়। শনিবার সকালে ফুল, বেলুনে সাজিয়ে মেট্রোর একটি নন-এসি রেককে পরীক্ষামূলক ভাবে ছাড়া হয় কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে। তবে মেট্রোটি স্টেশন ছাড়ার কিছু সময় পরেই তীব্র শব্দ করে থেমে যায়। মেট্রোর ইঞ্জিনিয়াররা মেট্রো থেকে নেমে পরিস্থিতি পর্যালোচনা করে লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন। তাঁরা জানান, যান্ত্রিক গোলযোগেই এমন ঘটেছে। তবে এই সমস্ত যান্ত্রিক ত্রুটি খুব শীঘ্রই কাটিয়ে ফেলা যাবে বলে আশাবাদী তাঁরা। গোলযোগ সারিয়ে রুবি অবধি নির্বিঘ্নেই পৌঁছয় মেট্রো। দীর্ঘ ১২ বছর পরে আংশিক ভাবে মেট্রো ছুটল সেই লাইনে। রেলের সেফটি কমিশনের ছাড়পত্র পেলেই এই রুটে মেট্রোয় যাতায়াত করতে পারবেন যাত্রীরা। মহড়ায় নন এসি রেক ব্যবহার হলেও যাত্রী পরিষেবায় নতুন এসি রেক ব্যবহার হবে। তার মধ্যে চিন থেকে আনা অত্যাধুনিক ডালিয়ান রেক ব্যবহারের সম্ভাবনাই বেশি। এই রেলপথ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিস্তৃত। ৩২ কিলোমিটারের বদলে আপাতত পরিষেবা শুরু হবে গড়িয়া-এয়ারপোর্ট ফেজ-১ অর্থাৎ ৬.২ কিলোমিটার পথে। যেখানে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত থাকছে মোট পাঁচটি স্টেশন। গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চললে ওই চত্বরের অফিসযাত্রীরা বাড়তি সুবিধা পাবেন তা বলাই বাহুল্য। সব কিছু ঠিকঠাক চললে নভেম্বর থেকেই পরিষেবা শুরু হতে পারে। জমি জট-সহ বিভিন্ন প্রশাসনিক কারণে বারবার আটকে গিয়েছে কাজ। এক যুগেও চালু হয়নি নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো। এতে অনেকের মনে ক্ষোভ আছে। তবে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৬ কিমি পথে মেট্রোর কাজ শেষ হয়ে গিয়েছে। প্রসঙ্গত, চলতি মাসেই মেট্রো ট্রায়াল রান হয়েছে জোকা-বিবাদিবাগ রুটে। ১৬ সেপ্টেম্বর, শুক্রবার পরীক্ষামূলক মেট্রো চালানো হয় জোকা থেকে তারাতলা পর্যন্ত। দুটি প্রান্তিক স্টেশনের দূরত্ব সাড়ে ৬ কিমি।মহড়ার জন্য সড়ক পথে জোকায় আনা হয়, কলকাতা মেট্রো থেকে অবসর নেওয়া ২টি নন এসি রেক। এই রুটে দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইন পাতার কাজ শেষ হয়েছে আগেই। কারশেডের কাজও অনেকটাই এগিয়েছে।