kolkata

1 week ago

Howrah To Kolkata Bus: হাওড়ার শালিমার থেকে নিউটাউন পর্যন্ত নতুন বাস পরিষেবা

New bus service from Shalimar in Howrah to Newtown
New bus service from Shalimar in Howrah to Newtown

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  হাওড়ার শালিমার স্টেশন থেকে বিধাননগরের নিউটাউন পর্যন্ত শুরু হল বাস পরিষেবা। শালিমার স্টেশন থেকে নিউটাউন পর্যন্ত সকাল ৬টা থেকে প্রায় রাত ৮টা পর্যন্ত বাস চলবে বলে জানা গেছে। যাত্রীদের চাহিদা বাড়লে আগামী দিন এই পরিষেবার সময় আরও বাড়ানো হতে পারে বলেও জানানো হয়েছে। আপাতত এই রুটে এখন ১০টি বাস চলবে।

উলেখ্য, দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখার গুরুত্বপূর্ণ স্টেশন শালিমার। কিন্তু দীর্ঘদিন ধরেই শালিমার স্টেশন পর্যন্ত কোনও বাস পরিষেবা সরাসরি না-থাকায় চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল যাত্রীদের। সোমবার শালিমার স্টেশন থেকে নিউটাউন পর্যন্ত একটি বাস রুটের বাস পরিষেবা চালু করায় সেই সমস্যা কিছুটা মিটবে বলেই মনে করছেন যাত্রীরা।

You might also like!