kolkata 5 months ago

নবমীর দুপুরে মেঘ-বৃষ্টির খেলায় মেতেছে তিলোত্তমা, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাও ভিজল

Weather

 

কলকাতা, ৪ অক্টোবর : রূপ বদলাল তিলোত্তমার আকাশ। সকালে রোদের দেখা মিললেও, দুপুরেই বৃষ্টিতে ভিজল তিলোত্তমা। নবমীর দুপুরে হালকা বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা। কলকাতা-লাগোয়া দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও এদিন বৃষ্টি হয়েছে।

বৃষ্টি মাথায় নিয়েই নবমীর দুপুরে চলে মণ্ডপ ও প্রতিমা দর্শন। দুপুর ১টার পর কলকাতার নানা প্রান্তে বৃষ্টি শুরু হয়। যার জেরে দুর্ভোগে পড়েছেন মণ্ডপমুখী দর্শনার্থীরা। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, দুই মেদিনীপুর, বীরভূম, ঝাড়গ্রামেও বৃষ্টি হয়েছে। নবমীর সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ ছিল কলকাতায়। যদিও বেলা গড়ালে যে আকাশে মেঘের আনাগোনা দেখা যাবে, সে পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর।

You might also like!