কলকাতা, ৪ অক্টোবর : ‘পায়ে পা দিয়ে ঝগড়ার তালে সিপিএম’। অষ্টমীর সন্ধেয় কলকাতার রাসবিহারী অ্যাভিনিউ চত্বরে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়-সহ অন্য বাম নেতাদের আটক হওয়া নিয়ে টুইট করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
রাসবিহারী অ্যাভিনিউয়ে সিপিএমের পুজোর বুক স্টলে আগেই হামলার অভিযোগ উঠেছিল স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদে অষ্টমীর সন্ধেয় একটি সভার আয়োজন করেছিল সিপিএম। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ও সেই সভার জন্য প্রচার করেছিলেন। কমলেশ্বরবাবু ফেসবুকে সেই সভায় যোগ দেওয়ার আবেদনও জানিয়েছিলেন বামেদের পক্ষ থেকে। পরিচালক নিজেও গত সোমবার অষ্টমীর সন্ধেয় উপস্থিত ছিলেন রাসবিহারীর সেই প্রতিবাদ সভায়। সেখানে তাঁকে-সহ ৯ জনকে পুলিশ গ্রেফতার করে। এ নিয়ে তৈরি হয় বিতর্ক।
বিতর্কের ঝাঁঝ আরও বাড়ালেন কুণাল। মঙ্গলবার তিনি টুইটারে লিখেছেন, “বই নিয়ে মতবিরোধ কেন হবে? পুজোর ভিড়ে রাজনৈতিক প্ররোচনার প্রচার নিয়ে সমস্যা। তৃণমূল কংগ্রেসেরও স্টল আছে। দৈনন্দিন রাজনীতি বাদ। সিপিএম পায়ে পা দিয়ে ঝগড়ার তালে। পুজো মানে না, তা পুজোর দিন স্টল কেন? ওরা রবিবার করে স্টল করুক। বই পড়া, না পড়া নিয়ে কোনও ইস্যু হয়নি। নাটক করল ওরা।”