কলকাতা, ২৯ সেপ্টেম্বর : গত বছর নাকতলায় যে পরিকল্পনাকে কেন্দ্র করে পুজো হয়েছিল, সেই ধারাবাহিকতাকে মাথায় রেখে এই ‘মোটা কাপড়’ ভাবনাটি এবারে তোলা হয়েছে।
গত বছর ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসা উদ্বাস্তুদের কথা তুলে ধরা হয়েছিল। সেখানে এবারও তাঁদের পুজোয় সেই থিমের খানিক ছাপ থাকছে বলে জানা যাচ্ছে। এবারের নাকতলার পুজোর থিম মূলত স্বদেশি আন্দোলনের সময়কে স্মরণ করেই বেছে নেওয়া হয়েছে। ওই সময় উদ্বাস্তু হয়ে বহু মানুষ যেভাবে এ দেশে চলে এসেছিলেন তাঁদের কথাই তুলে ধরা হয়েছে এবারের নাকতলার থিমে।
দেশান্তরে চলে আসার সময় পেট চালানোর জন্য মেয়েরা হাতে তুলে নিয়েছিল সুচ-সুতো। আর সেই ভাবনাকে মাথায় রেখেই নাম দেওয়া হয়েছে মোটা কাপড়। সুতোয় বোনা হাতের হাতের কাজের বহু নিদর্শনও রয়েছে এবারের থিমের অঙিনায়। বুধবার সন্ধ্যায় পুজোর উদ্বোধনের অনুষ্ঠানে ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজের কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করা এক ঝাঁক মহিলা। সেই তালিকায় ছিলেন পরিচারিকা, মৃৎশিল্পী, ট্যাক্সি চালক থেকে যৌন কর্মীরাও।
নিয়োগ কেলেঙ্কারি মামলায় বর্তমানে জেলে দিন কাটছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কলকাতার নাম করা পুজোগুলির মধ্যে বরাবরই শীর্ষ তালিকায় থেকেছে নাকতলা উদয়ন সংঘ। যদিও এই পুজো আদপে ‘পার্থ বাবুর পুজো’ বলেই বেশি খ্যাত ছিল শহরে। তৃতীয়ার দিন উদ্বোধন এড়ালেন রাজনৈতিক ওজনদাররা। শেষে এদিনই অন্যভাবে পুজোর উদ্বোধন করলেন পুজোর কর্মকর্তারা। নাকতলার উদয়ন সংঘের পুজোর মুখ হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। তিনিও বর্তমানে কারাবন্দি।