পঞ্চায়েত এলাকায় দুর্নীতি ঠেকাতে বড়সড় প্রশাসনিক সংস্কারের পথে হাঁটল নবান্ন। পঞ্চায়েতের তিনটি স্তরেই নজরদারির কাজে সরাসরি যুক্ত করা হল অফিসারদের। শুক্রবার নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যাতে উল্লেখ, জেলা পরিষদে মাসে একবার গিয়ে কাজের অডিট করবেন প্রত্যেক ডিভিশনাল কমিশনার। জেলা শাসকদের প্রতি মাসে একটি করে পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতে পরিদর্শন করতে হবে। প্রত্যেক বিডিওকে মাসে তিনটে করে গ্রাম পঞ্চায়েতে গিয়ে কাজের হিসাব নিতে হবে। ভুয়ো কাজ বা ভুয়ো খরচ বন্ধ করতেই এই পদক্ষেপ। গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের একাধিক প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে সমস্যা তৈরি হয়েছে। একশো দিনের প্রকল্পে দুর্নীতির প্রমাণ পেলে এফআইআর করার নির্দেশও দেওয়া হয়েছে। এবার দুর্নীতি বন্ধে পুরনো নিয়ম ফিরিয়ে এনে নতুন নির্দেশিকা জারি করা হল। এই পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে বুধবারের প্রশাসনিক বৈঠক। নবান্ন সূত্রের খবর, সামনে পঞ্চায়েত ভোট। গ্রামীণ বাংলায় জুড়ে থাকা প্রকল্পগুলি দ্রুত শেষ করতে হবে। সব মানুষের কাছে নাগরিক সুবিধা ও পরিষেবা সময়ে পৌঁছে দিতে হবে। সেক্ষেত্রে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ব্যবস্থাকে আরও জোরদার করা হচ্ছে।