kolkata

3 months ago

Firhad Hakim on Shubhendu Adhikari:'আমার দেশ, যেখানে ইচ্ছে চিকিৎসা করাতে যাব', শুভেন্দুকে পাল্টা ফিরহাদ

Firhad Hakim (File Picture)
Firhad Hakim (File Picture)

 

কলকাতা, ৪ জুন: বালেশ্বরের দুর্ঘটনাস্থলে রাজ্যের চিকিৎসা ব্যবস্থাকে আক্রমণ করায় পাল্টা সরব হল তৃণমূল। ফিরহাদ হাকিমের সাফ জবাব, ”আমার দেশ, যেখানে ইচ্ছে চিকিৎসা করাতে যাব। হয় ভারতীয় রেল ঠিক করুক, নইলে পদত্যাগ করুক রেলমন্ত্রী।”

রবিবার বালেশ্বরে গিয়ে এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বাংলায় ভাল স্বাস্থ্য পরিষেবা নেই বলেই বাধ্য হয়ে এত মানুষ দক্ষিণের রাজ্যে যান চিকিৎসা করাতে। আর সেই কারণে মৃত্যুর মুখে পড়তে হল তাঁদের। তাঁর এহেন ভূমিকায় ক্ষুব্ধ শাসকদল। মুখ্যমন্ত্রী এ বিষয়ে শুভেন্দুকে এড়িয়ে গিয়ে বলেন, ”চুনোপুঁটিদের কথার কোনও জবাব দেব না।” রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সাফ কথা, ”ওরা ভারতকে ভাগ করতে চায়! আমার দেশ, যেখানে ইচ্ছে চিকিৎসার জন্য যাব। হয় ভারতীয় রেল ব্যবস্থা ঠিক করুক, নইলে রেলমন্ত্রী পদত্যাগ করুক।”

You might also like!