kolkata

6 months ago

Mithun Chakraborty : পুজোর আগে রাজ্যে তিন দিনের সফরে মিঠুন চক্রবর্তী

Mithun Chakraborty

 

কলকাতা, ২৩ সেপ্টেম্বর : পুজোর আগে শহরে এলেন মিঠুন চক্রবর্তী। তিনদিনের সফরে একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে তাঁর।

শুক্রবার দুপুরে বিমানবন্দর থেকে সোজা হোটেলে চলে যান তিনি। এদিন কলকাতায় থাকার পর শনিবারই জেলা সফরে বেরিয়ে পড়বেন তিনি। সূত্রের খবর, জেলাস্তরে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। তাঁর থেকে নতুন পরামর্শও মিলতে পারে পদ্ম শিবিরের কর্মীদের একাংশ।

পাশাপাশি পুজোর মধ্যে দলীয় কর্মসূচি কী হবে, তা নিয়েও তিনি নেতৃবৃন্দের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন। তবে এই অভিনেতা রাজনীতিবিদ কোনও পুজো মণ্ডপের উদ্বোধন করবেন কিনা, তা এখনও জানা যায়নি।

You might also like!