kolkata

2 weeks ago

Mithun Chakraborty:মিঠুনকে দেখতে হাসপাতালে মিমো, কথা হল বাবা ও ছেলের মধ্যে

Mithun Chakraborty | Mahaakshay Chakraborty
Mithun Chakraborty | Mahaakshay Chakraborty

 

কলকাতা, ১১ ফেব্রুয়ারি : বাবাকে দেখতে কলকাতায় এলেন অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো। রবিবার দেখা হল, কথাও হল দু’জনের। শারীরিক অসুস্থতা নিয়ে শনিবার থেকে মিঠুন চক্রবর্তী কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। বাবার শারীরিক অসুস্থতার খবর পেয়ে শনিবার রাতেই মুম্বই থেকে শহরে এসেছেন মিঠুনের বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমো।

সূত্রের খবর, রবিবার সকালে মিঠুনকে দেখতে হাসপাতালে আসেন মিমো। দু’জনের মধ্যে দীর্ঘ ক্ষণ কথাবার্তা হয়। সেই সময় পিতা-পুত্রের সঙ্গে ছিলেন টলিপাড়ার প্রযোজক অতনু রায়চৌধুরী। সূত্রের খবর, তাঁদের দু’জনের সঙ্গে প্রায় এক ঘণ্টা কথাবার্তা বলেছেন মিঠুন। রবিবারই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মিঠুনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি হালকা নরম খাবারও খাচ্ছেন।

You might also like!