মেষঃ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে, সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। ধর্মালোচনায় আনন্দ পাবেন। ভ্রমণে অযথা হয়রানি হতে পারে। কোনও আশা নষ্ট হতে পারে। সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি। কোনও মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন।
বৃষঃ কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভাল। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয়। রক্তপাত থেকে একটু সাবধান থাকুন। বাড়ির কাছে ভ্রমণ হতে পারে, কাজের ভাল সুযোগ আসতে পারে। কুচিন্তার কারণে মনঃকষ্ট। লটারি থেকে কিছু আয় হতে পারে।
মিথুনঃ সেবামূলক কাজে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতির যোগ। সামাজিক সুনাম প্রাপ্তি। ব্যবসার ব্যাপারে ভাল যোগাযোগ। বাড়তি খরচের জন্য চিন্তা। চাকরির স্থানে কিছু বাড়তি আয় হতে পারে।
কর্কটঃ প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে। আপনার মধুর ব্যবহার সকলকে আকর্ষণ করবে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন। কোনও কাজে দয়ার পাত্র হতে হবে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মনঃকষ্ট। পড়াশোনায় শুভ পরিবর্তন। ব্যবসায় চাপ বাড়তে পারে।
সিংহঃ ঙ্গীতচর্চায় হাল ছাড়লে মুশকিল। উচ্চশিক্ষার ক্ষেত্র প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন। কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে।
কন্যাঃ পরিবারের কাছে সুনাম পাবেন। ক্রয়-বিক্রয়ের কাজে লাভ না-ও হতে পারে। লাগামছাড়া আশায় অর্থব্যয় হতে পারে। ন্যায্য পাওনা আদায় না হওয়ায় নৈরাশ্য। ব্যবসায় খরচ বৃদ্ধি। নিজের বুদ্ধিতে বিপদ থেকে উদ্ধার। চিকিৎসার খরচ বাড়তে পারে।
তুলাঃ স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। প্রবাসী কারও বাড়িতে আগমন। দুপুরের পরে বাড়তি আয় হতে পারে। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে। উচ্চপদের কোনও চাকরির খোঁজ আসতে পারে।
বৃশ্চিকঃ সন্তানদের কাজের ব্যাপারে কোনও শুভ খবর আসতে পারে। সারা দিন খুব আলস্যে কাটতে পারে। বিদ্যার্থীদের কোনও ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। সংসারে কোনও দায়িত্ব থাকলে দ্রুত সেরে ফেলুন।
ধনুঃ সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। কর্মরতা মহিলাদের কাজের চাপ বাড়বে। শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। কাজের ব্যাপারে দুশ্চিন্তা থাকলে মিটে যাবে। বাড়তি কিছু খরচ হতে পারে।
মকরঃ বন্ধুদের ব্যবহারে মনে দুঃখ পেতে পারেন। নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি। যানবাহন বা জমি, কোনও কিছু কেনার আগে ভাবনাচিন্তা করা প্রয়োজন। নিকট কারও জন্য মানসিক পীড়া হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট দেখা দিতে পারে।
কুম্ভঃ সাংসারিক শান্তি বজায় থাকবে। ব্যবসায় কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা। পরিবারের সঙ্গে ভ্রমণের আলোচনা বন্ধ হতে পারে। চিকিৎসার ব্যাপারে খরচ বৃদ্ধি।
মীনঃ সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। শত্রুপক্ষের সঙ্গে আপস করে নিজের কাজ উদ্ধার। প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান। গৃহনির্মাণের জন্য অর্থ খরচ। আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে।