kolkata

3 months ago

Kolkata Metro Service : জুন মাসে ৪টি রবিবারে মেট্রো সকালে মিলবে ১ ঘন্টা দেরিতে

Metro Rail Service
Metro Rail Service

 

কলকাতা : গোটা জুন মাসের প্রতি রবিবার দক্ষিণেশ্বর-কবি সুভাষ অবধি মেট্রো সকালে দেরিতে মিলবে। বৃহস্পতিবার কলকাতা মেট্রোর তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়েছে। সাধারণত রবিবার সকাল ৯টায় দিনের প্রথম মেট্রো ছাড়ে দক্ষিণেশ্বর, দমদম এবং‌ কবি সুভাষ স্টেশন থেকে। কিন্তু চলতি মাসের ৪ জুন, ১১ জুন, ১৮ জুন এবং ২৩ জুন এই ৪ দিন এই স্টেশনগুলি থেকে সকাল ১০টায় প্রথম মেট্রো যাত্রা শুরু করবে।

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য পাওয়ার ব্লক করা হবে। মেট্রো লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কাজ করা হবে। তাই ওই চারটি রবিবার সকাল ৯টা থেকে মিলবে না মেট্রো পরিষেবা। গত কয়েকটি শনিবার রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য সকাল ৬টা ৫০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত মোট ৩ ঘণ্টা ১০ মিনিট মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশন থেকে কবি সুভাষ স্টেশন মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। তবে রবিবার মহানায়ক উত্তমকুমার স্টেশন থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকছে না । গত কয়েকটি রবিবারও সকাল ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত মহানায়ক উত্তমকুমার এবং কবি সুভাষ স্টেশনের মধ্যে কোনও মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছিল।


You might also like!