kolkata

3 weeks ago

Kolkata Metro:গুরু নানকের জন্মদিনে কম থাকবে মেট্রো পরিষেবা, সময়সূচিতে বদল নেই

Kolkata Metro
Kolkata Metro

 

কলকাতা, ১৪ নভেম্বর : গুরু নানকের জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার কলকাতায় জোড়া মেট্রো রুটে কমবে পরিষেবা। কবি সুভাষ-দক্ষিণেশ্বর করিডরে আগামীকাল সারাদিনে ৫২টি মেট্রো পরিষেবা কম পাবেন যাত্রীরা। অন্যদিকে, শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভ পথে শুক্রবার কমবে ১৬টি মেট্রো। শুক্রবার শিখ ধর্মগুরুর জন্মদিনে জাতীয় ছুটি থাকে। সেই অনুযায়ী অফিস থেকে শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্র ছুটি পালিত হবে। স্বভাবতই অন্যান্য কাজের দিনের তুলনায় আগামীকাল রাজপথে নিত্যযাত্রীদের ভিড় কম থাকবে। সে কথা মাথায় রেখে মেট্রো পরিষেবার সংখ্যায় কাটছাঁট করতে চলেছে রেল কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, সপ্তাহের অন্যান্য কাজের দিনগুলিতে নর্থ-সাউথ করিডরে গোটা দিনে ২৮৮টি মেট্রো চলে। শুক্রবার তা কমে হবে ২৩৬টি। যদিও সময়সূচিতে কোনও বদল আসেনি। দিনের প্রথম মেট্রো কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে ছাড়বে যথাক্রমে সকাল ৬টা ৫০ মিনিট এবং সকাল ৭টায়। দিনের শেষ মেট্রো সংশ্লিষ্ট দুই প্রান্তিক স্টেশন থেকে যাত্রা করবে যথাক্রমে রাত ৯টা ২৮ মিনিট এবং রাত সাড়ে ৯টায়। অন্যদিকে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর অধীনে থাকা শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভ রুটে অন্যান্য দিনে ১০৬টি পরিষেবা পাওয়া যায়। কাল তা কমে হবে ৯০টি। দিনের প্রথম মেট্রো শিয়ালদহ ও সেক্টর ফাইভ থেকে যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দেবে যথাক্রমে সকাল ৬টা ৫৫ মিনিট এবং ৭টা ৫ মিনিটে। দিনের শেষ মেট্রো পরিষেবা সংশ্লিষ্ট প্রান্তিক স্টেশন থেকে ছাড়বে যথাক্রমে রাত ৯টা ৩৫ মিনিট এবং রাত ৯টা ৪০ মিনিটে।

You might also like!