কলকাতা, ২৯ আগস্ট : আবারও মেট্রো বিভ্রাটের জেরে চূড়ান্ত দুর্ভোগের শিকার হতে হল যাত্রীদের। সোমবার সকালে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রোয় যাত্রাপথে ক্রমাগত বিভ্রাট দেখা দিতে থাকে। বেলগাছিয়া স্টেশন পার করার সময়ই বিকল হয়ে পড়ে এসি মেট্রো। এরপর বারবার আটকে যেতে থাকে মেট্রো। শ্যামবাজার স্টেশনে মেট্রো থামতেই স্টেশনে নেমে বিক্ষোভে দেখাতে থাকেন যাত্রীরা।
বিক্ষোভের জেরে বিকল্প মেট্রোর ব্যবস্থা করে মেট্রো কর্তৃপক্ষ। সেই মেট্রোতে করে যাত্রীরা ফের রওনা দেন। কিন্তু অফিস টাইমে এত বিলম্বের জেরে ব্যাপক ভিড় দেখা দেয় মেট্রো স্টেশনগুলিতে। মাত্রাতিরিক্ত ভিড়ের চাপে মেট্রোয় চড়তে যাত্রীদের যথেষ্ট বেগ পেতে হয়। অনেক সময় পর মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়।