kolkata

2 weeks ago

Doctors Protest:ধর্নাস্থল থেকেই পুজো নিয়ে বার্তা জুনিয়র ডাক্তারদের

Message from Dharamsthal to junior doctors about puja
Message from Dharamsthal to junior doctors about puja

 

কলকাতা, ১৬ সেপ্টেম্বর : বছরের এই সময়কালে হরেক সময় আন্দোলন হয়েছে এই বাংলায়। কিন্তু দুর্গাপুজো হয়েছে নিজের ছন্দে। সোমবার ফের প্রশ্ন উঠল পুজোর আগে আন্দোলন নিয়ে।

সামনেই দুর্গাপুজো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি রাজ্য জুড়ে আন্দোলনের উদ্দেশে বার্তা দিয়েছেন উৎসবে ফেরার জন্য। সে প্রসঙ্গে ২০০ বছরের ব্রিটিশ শাসনের কথা স্মরণ করিয়ে সোমবার চিকিৎসক ছাত্রনেতা তথা অভিনেতা কিঞ্জল নন্দ ধনাস্থলে বলেন, “এমন নয় যে বাংলায় ২০০ বছর ধরে কোনও দুর্গাপুজো হয়নি। দুর্গাপুজো হয়েছে। স্বাধীনতা সংগ্রাম তার জন্য প্রভাবিত হয়নি। স্বাধীনতাও এসেছিল। আমার মনে হয়, এ বারের পুজোও ঠিক সেই রকমই হবে।”

কিঞ্জল এদিন প্রথমে জানিয়েছিলেন, কালীঘাটের বৈঠক ভেস্তে যাওয়ার পর থেকে এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত কোনও ইমেল তাঁরা পাননি সরকারের তরফে। যদি নতুন কোনও ইমেল আসে, তার পরই সে বিষয়ে পরবর্তী পদক্ষেপ জানাবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। এর পরেই আসে সরকারি আমন্ত্রণ।

আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা ও সরকার পক্ষ— উভয়েই আলোচনা চাইছে। যদিও চূড়ান্ত ঘোষণার আগে এই মুহূর্তে আলোচনা করছেন জুনিয়র ডাক্তারেরা।

You might also like!