কলকাতা, ৮ ফেব্রুয়ারি: বসন্ত দোরগোড়ায়, গত কয়েক দিন ধরে রাজ্যে তাপমাত্রার পারদও ঊর্ধ্বমুখী ছিল। মাঘ মাস শেষ হতে না হতেই যে শীত বিদায় নিয়েছে তা মনে করেছিলেন অনেকেই। এমতাবস্থায় আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া, আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে। পূর্বাভাস মতোই, গতকালের তুলনায় বৃহস্পতিবার প্রায় ৪ ডিগ্রি মতো কমল কলকাতার তাপমাত্রা।
আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন, দিনে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও, রাতের দিকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। সকালের দিকে পরিবেশ হালকা কুয়াশায় ঢেকে থাকলেও, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তা কেটে যাবে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। এর আগের দিন বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় চার ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণের জেলাগুলিতে। উত্তরের জেলাগুলিতেও আবহাওয়া থাকবে মূলত শুষ্ক।