kolkata

2 weeks ago

Suvendu Adhikari:মেয়রের অভিযুক্ত ওএসডি-র বিরুদ্ধে তোপ শুভেন্দুর

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তোলাবাজির। পুলিশে এফআইআর-ও দায়ের হয়েছে এই নিয়ে। তদন্ত করছে পুলিশ। এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের কাছে দাবি করলেন, কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নামে সাতটা ফ্ল্যাটও আছে। এই নিয়ে তিনি আগেও অভিযোগ করেছিলেন বলেও জানান তিনি।

শুভেন্দুবাবু বলেন, 'কালীর সাতটা ফ্ল্যাট আছে হাওড়া থেকে শুরু করে গড়িয়া থেকে নিউটাউন জুড়ে। পার্থ-অপার থেকে বেশি। এই কথা তো আমি কবে বলেছিলাম আপনাদের। এটা তো বাসি খবর।'

শুভেন্দুবাবুর দাবি, তৃণমূল ভবন তৈরির টাকা আসলে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়েরই তোলাবাজির টাকা। 'কালী টাকা তোলে।তপসিয়ায় টিএমসি-র পুরনো বিল্ডিং ভেঙে ২০০ কোটি টাকার নতুন ভবন তৈরি হচ্ছে, যিনি করছেন, তাঁকে টাকা তুলে পেমেন্ট করার দায়িত্ব কালীর। একথা তো কবেই বলেছি আমি।'

প্রসঙ্গত, ফিরহাদ হাকিমের ওএসডি-র বিরুদ্ধে যে তোলাবাজির অভিযোগ, তাতে জড়িয়ে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কারণ কালীচরণ অভিষেকের নাম করে টাকা তোলেন বলে অভিযোগ। শেক্সপিয়ার সরণী থানায় এই মর্মে এফআইআর-ও দায়ের হয়েছে তাঁর নামে। সেটি করেছেন আবার অভিষেকেরই ক্যামাক স্ট্রিট অফিসের এক অফিসার অয়ন ঘোষ দস্তিদার।

You might also like!