হাওড়া, ৮ সেপ্টেম্বর : আর জি করের ঘটনার বিরুদ্ধে বিচারের দাবিতে রবিবার হাওড়ায় এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়, যার নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। এই মিছিল শুরু হয় দালালপুকুর এলাকা থেকে এবং নেতাজি সুভাষ রোড হয়ে মল্লিক ফটক অতিক্রম করে হাওড়া ময়দান মেট্রো চ্যানেল পর্যন্ত পৌঁছায়।
মিছিলে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, যেমন খেলোয়াড়, চিকিৎসক, সমাজকর্মী, শিল্পী এবং সাহিত্যিকরা অংশগ্রহণ করেন। হাওড়ার সাংসদ প্রসূন ব্যানার্জিও এই মিছিলে যোগ দেন। মন্ত্রী অরূপ রায় জানান, এই নৃশংস ও বর্বরোচিত ঘটনায় যারা দোষী, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে।
তিনি আরও বলেন, রাজ্য সরকার ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে, কিন্তু সিবিআই এখনও এই ঘটনার দায়ীদের গ্রেপ্তার করতে পারেনি। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সিবিআইয়ের প্রতি আহ্বান জানান। অরূপ রায় জানান, আর জি কর কাণ্ডের বিচারের দাবিতে মা-বোনদের আন্দোলনকে তারা সমর্থন করছেন, তবে এই ঘটনার মাধ্যমে কিছু রাজনৈতিক দল যে ফায়দা তোলার চেষ্টা করছে, তা তারা বরদাস্ত করবেন না।
মন্ত্রী বলেন, "আমরাও চাই, সিবিআই দ্রুত তদন্ত সম্পন্ন করে আদালতে প্রমাণ তুলে ধরুক এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হোক। আমরা এই দাবিতেই আন্দোলন চালিয়ে যাব।"