kolkata

2 weeks ago

Poila Boisakh 2025: বাংলা নববর্ষের শুভেচ্ছা মমতার, শান্তি ও সম্প্রীতির আহ্বান মুখ্যমন্ত্রীর

CM Mamata Banerjee extends Bengali New Year greetings
CM Mamata Banerjee extends Bengali New Year greetings

 

কলকাতা, ১৫ এপ্রিল : পয়লা বৈশাখের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার অনেক রাতে এক্স হ্যান্ডেলে টুইট করে মুখ্যমন্ত্রী বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সামাজিক মাধ্যমের পাতায় লেখেন, "এসো, এসো, এসো হে বৈশাখ। শুভ নববর্ষ ১৪৩২! নতুন বছরের পুণ্য আলোর দ্যুতিতে আলোকিত হোক সকলের জীবন। শান্তি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকুক বাংলার প্রতিটি মানুষ। সবাইকে শুভনন্দন।" মুখ্যমন্ত্রী অপর একটি টুইটে জানান, 'আমি বাংলায় গান গাই। ‘বাংলা দিবস’ – এ সকল নাগরিককে জানাই শুভনন্দন এবং ছোট ছোট ভাইবোনেদের জানাই অনেক শুভেচ্ছা। আরও বিকশিত হোক রাজ্যের ঐতিহ্যময় সংস্কৃতি, আরও সুদৃঢ় হোক রাজ্যবাসীর ভ্রাতৃত্ব-বন্ধন।

You might also like!