কলকাতা, ২৯ মার্চ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে হেলিকপ্টারে সোমবার দিঘা যাচ্ছেন। তিনদিন থাকবেন সেখানে। রাজনৈতিক কর্মসূচি আছে। এ ছাড়া প্রশাসনিক সভাও তিনি করবেন।
মুখ্যমন্ত্রীর সঙ্গে যাবেন কয়েকজন মন্ত্রী, মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী-সহ বিভিন্ন দফতরের আধিকারিকেরা। দিঘায় মুখ্যমন্ত্রী পুরীর জগন্নাথ মন্দিরের আদলে একটি মন্দির তৈরি করাচ্ছেন। কাজ অনেকটাই হয়ে গেছে। মন্দিরটি তিনি পরিদর্শন করবেন। প্রশাসনিক সভায় তিনি জানতে চাইবেন কত কাজ বাকি আছে, কোন কোন কাজ শেষ হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী সমস্ত অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাইছেন। রাজনৈতিক মঞ্চ থেকে আগামী দিনে বার্তা দেবেন তিনি। তৃণমূলের এক শীর্ষনেতা জানান, আমাদের এখন প্রধান কাজ হল ‘দিদির সুরক্ষা কবচ’ও ‘দিদির দূত' সফল করা। গোটা মার্চ মাস ধরে আমাদের কাজ করার নির্দেশ দিয়েছেন দলনেত্রী। তিনি দিঘার মঞ্চ থেকে নিশ্চয়ই এ ব্যাপারে নির্দেশ দেবেন।