kolkata

9 months ago

Mamata announced of police serviceপুলিশের চাকরির বয়স সীমা বাড়ানোর কথা ঘোষণা মমতার

Mamata announced to increase the age limit of police service
Mamata announced to increase the age limit of police service

 

কলকাতা, ৩১ আগস্ট  : পুলিশের চাকরির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২৭ থেকে ৩০ বছর করার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মৃত পুলিশকর্মীর পরিবারের চাকরির ক্ষেত্রে যে নিয়মবিধি আছে তা শিথিল করা হল।

পুজোর আগে রাজ্য এবং কলকাতা পুলিশ আধিকারিক এবং কর্মীদের জন্য এই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। সুখবর পেলেন কনস্টেবল পদের চাকরিপ্রার্থীরা। কনস্টেবল পদে নিয়োগের জন্য প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমার পাশাপাশি বাড়ানো হল পদোন্নতির বয়সও। বেতন বাড়ল পুলিশের গাড়ি চালকদেরও। আবার কলকাতা এবং রাজ্য পুলিশের কনস্টেবল, সাব ইন্সপেক্টর এবং ইন্সপেক্টরদের পোশাকের খরচ দেওয়ার কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।


কী কী জানালেন তিনি?

* পুলিশ কনস্টেবল পদে নিয়োগের বয়সের ঊর্ধ্বসীমা বেড়ে হল ৩০ বছর। আগে এই বয়সসীমা ছিল ২৭ বছর।

* পুলিশে কর্তব্যরত অবস্থায় কারোর মৃত্যু হলে পরিবর্তে পরিবারের কাউকে পুলিশের চাকরির ক্ষেত্রে শারীরিক সক্ষমতা এবং বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

* সিভিক ভলান্টিয়ার্স. ভিলেজ পুলিশ, হোমগার্ড, সিভিল ডিফেন্স থেকে পুলিশ কনস্টেবলে পদোন্নতির ক্ষেত্রেও বয়সেও ছাড়। পদোন্নতিতে বয়সের ঊর্ধ্বসীমা ২৭-এর পরিবর্তে হল ৩৫ বছর। এবার ৩৫ বছর পর্যন্ত পদোন্নতির আবেদন করা যাবে না।

* কলকাতা পুলিশের চুক্তিভিত্তিক গাড়ি চালকরা পেতেন ১১ হাজার ৫০০ টাকা। বেতন বেড়ে হল ১৩ হাজার ৫০০ টাকা।

* রাজ্য পুলিশের গাড়ি চুক্তিভিত্তিক চালকরা পেতেন ১৩ হাজার ৫০০ টাকা। সেই বেতন বেড়ে হল ১৫ হাজার টাকা।

* চুক্তিভিত্তিক চালকরা স্থায়ী চাকরির পরীক্ষায় বসলে বিশেষ সুযোগ পাবেন।

* ওয়ারলেস অপারেটর কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের পদোন্নতির নিয়মেও বদল।


You might also like!