kolkata

9 months ago

Anubrata Mondal worshiped in the jail : অমাবস্যার সকালে নকুলদানা দিয়ে কারাগারেই মা কালীর পুজো অনুব্রতর

Maa Kali is worshiped in the jail with Nakuldana
Maa Kali is worshiped in the jail with Nakuldana

 

আসানসোল, ২৬ আগস্ট : গত বছর বোলপুরের তৃণমূল কার্যালয়ে মা কালীকে ৫৭০ ভরি গয়না পরিয়ে পুজো করেছিলেন তিনি। মায়ের কতটা আশীর্বাদ পেয়েছেন তিনিই জানেন। আপাতত জেলে। বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল শুক্রবার সকালে জেলের মধ্যেই তাই মা কালীর পুজো সারলেন।

ময়দানে ‘খেলা’ হলে নাকি মা-ই জিতিয়ে দেবেন। এমনটাই বলতেন বারবার নির্বাচনে দলের সাফল্যে। মা কালীর প্রতি আরও বেশি বিশ্বাস বেড়েছিল তাঁর। কখনও তারাপীঠে, কখনও কঙ্কালিতলায় পুজো দিতে দেখা যেত তাঁকে। জেলে খাওয়া, শোওয়া, অসুবিধা হচ্ছে অনেক কিছুরই। তাই বলে কৌশিকী অমাবস্যায় মায়ের পুজো করবেন না?

সূত্রের খবর, এ দিন সকালে উঠে স্নান করে পোশাক বদলে মায়ের পুজো করেছেন জেল হেফাজতে থাকা অনুব্রত মণ্ডল। বীরভূমে থাকলে হয়ত কোনও মন্দিরে গিয়ে পুজো দিতেন। কিন্তু এমন কঠিন সময়ে যেটুকু উপাচার সম্ভব হল, সেটুকুতেই পুজো দিলেন তিনি।

সংশোধনাগারের মধ্যে কালী মূর্তি না পেয়ে হনুমান মন্দিরের পাশে একটি টাইলসের ওপর মা কালীর ছবিতেই পুজো দিলেন অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, পুজো করার জন্য তিনি পেয়েছেন ধূপ, নকুল দানা ও লালজবা।


You might also like!