কলকাতা, ১৪ নভেম্বর: এই মুহূর্তে শীতের প্রতীক্ষায় দক্ষিণ ও উত্তর দুই বঙ্গই। অথচ এই সময়েই বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি অবশ্য হবে হালকা, শুধুমাত্র উপকূলের কাছাকাছি জেলাগুলিতে। বৃষ্টি হতে পারে তিলোত্তমাতেও। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে, ১৬ ও ১৭ নভেম্বর হালকা বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে।
আবহবিদরা জানিয়েছেন, ১৫ নভেম্বরের পর থেকে সাময়িকের জন্য কিছুদিন রাতের তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী এক সপ্তাহের জন্য বৃষ্টির সম্ভাবনা থাকছে না। মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং ১৬ নভেম্বর নাগাদ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের পরিস্থিতির জেরেই এই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, এর পর শনিবার সকাল থেকে সামান্য বদলাতে পারে পরিস্থিতি। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।