কলকাতা, ২ সেপ্টেম্বর : মহানগরী কলকাতায় চলল গুলি, সেই গুলিতে আহত হয়েছেন একজন লরি চালক। এই গুলি-কাণ্ডে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে, মূল অভিযুক্ত পলাতক। বাবুঘাট এলাকার বাজেকদমতলা ঘাটে সোমবার ভোররাত ২টো নাগাদ গুলি চলেছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ লরিচালকের নাম কান্তি সিনহা। তিনি হাওড়ার বাসিন্দা।
বালিবাহী লরি চালাতেন বলে জানতে পেরেছে পুলিশ। সেই বালির দরকষাকষি করতে গিয়েই বচসায় জড়িয়ে পড়েন তিনি। মনে করা হচ্ছে, তার জেরে লরিচালককে গুলি করা হয়েছে। মূল অভিযুক্তের নাম টিঙ্কু। সে গুলি চালিয়েছে বলে জানা যাচ্ছে। বালিভর্তি লরি বাবুঘাটে ফিরে এলে তিনি এবং তাঁর কয়েক জন সঙ্গী লরির পিছু নেন। বাবুঘাটে পৌঁছে লরিচালকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তারা। অন্য লরিচালকেরাও তাতে যোগ দেন। শেষে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালায় অভিযুক্ত। তাঁর সঙ্গে ছিল আরিফ, আসিফ এবং দানিশ নামের তিন যুবক। এঁদের মধ্যে আসিফ এবং আরিফকে ময়দান থানার পুলিশ গ্রেফতার করেছে। অস্ত্র আইনে তাঁদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।