মুম্বই, ১৪ নভেম্বর : ওবেরয় গোষ্ঠীর প্রাক্তন কর্তা পৃত্থীরাজ সিং ওবেরয়ের জীবনাবসান হল। মঙ্গলবার সকালে তিনি মুম্বইয়ে প্রয়াত হয়েছেন। ওবেরয় গ্রুপের এক মুখপাত্র একথা জানিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি তাঁদের কোম্পানির হোটেল ব্যবসার অভিমুখ কার্যত শিখরে নিয়ে গিয়েছিলেন।
ওবেরয় গোষ্ঠীর তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পৃথ্বী রাজ সিং ওবেরয়ের শেষকৃত্য মঙ্গলবার বিকেলে সম্পন্ন করা হবে। ওবেরয় গ্রুপের যে কেউ বা পিআরএস ওবেরয়ের পরিচিত যে কেউ শেষকৃত্যে অংশ নিতে পারবেন বলে জানানো হয়েছে। হোটেল ও কর্পোরেট অফিসেও তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হবে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। সংস্থার তরফে বিবৃতিতে বলা হয়েছে, সম্মানিত চেয়ারম্যানের মৃত্যু সংবাদে সবাই শোকাহত। তাঁর মৃত্যু ওবেরয় গ্রুপ এবং ভারত এবং সমগ্র বিশ্বের হোটেল শিল্পের জন্য একটি বড় ক্ষতি।
দেশে বিদেশে হোটেল ব্যবসার ক্ষেত্রে তিনি অনেকের কাছেই ছিলেন অনুপ্রেরণার। তিনি ছিলেন মাইলস্টোন। শুধু কর্পোরেট ক্ষেত্রে বিরাট সাফল্য় নয়, কর্মচারীদের প্রতি তাঁর মমত্ব ছিল প্রবল। তিনি সকলের সঙ্গে একটা কর্পোরেট সংস্কৃতির বন্ধন তৈরি করেছিলেন।
তাঁর সন্তানরা লিখেছেন, আমরা শোকগ্রস্ত। এই সময় একে অপরকে সহায়তা করা দরকার। তিনি যে উল্লেখযোগ্য ধারা রেখে গেলেন সেটা রক্ষা করতে হবে। কীভাবে আমরা তাঁকে সম্মান জানাব তাঁর স্মৃতিকে রক্ষা করব সেকথা আমরা আপনাদের জানাব।