দুর্গাপুর, ২৭ সেপ্টেম্বর : রাজ্যে পরিবহণ সঙ্কট অব্যাহত। একসপ্তাহ পার। মন্ত্রীর আশ্বাস সত্ত্বেও কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (এসবিএসটিসি) অস্থায়ী বাস কর্মীরা। মঙ্গলবারও জেলায় জেলায় দুর্ভোগের শিকার যাত্রীরা। পুজোর মুখে বেড়েছে হয়রানি। বীরভূমের রামপুরহাট ও সিউড়ি, দুটি ডিপো থেকেই বন্ধ বাস চলাচল।
সমকাজে সমবেতন, মাসে ২৬ দিন কাজ, স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে কর্মবিরতিতে নেমেছেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীরা।দুর্গাপুরে এসবিএসটিসি-এর ডিপোয় সার সার বাস দাঁড়িয়ে। স্থায়ী কর্মীদের দিয়ে কলকাতাগামী কয়েকটি বাস চালানো হলেও, তা পর্যাপ্ত নয়। ফলে বহু মানুষ আটকে পড়েছেন। হয়রানির ছবি বীরভূমেও। সপ্তাহ পার। মঙ্গলবারও সিউড়ি ও রামপুরহাটে সরকারি ডিপো থেকে কোনও বাস ছাড়েনি। সিউড়ি থেকে প্রতিদিন ২২টি রুট বাস চলাচল করত। ফলে চরম দুর্ভোগে যাত্রীরা।
অন্যদিকে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কয়েকটি বাস চললেও, তাতে ঠাসা ভিড়। প্রসঙ্গত, মহালায় পেরিয়ে গেলেও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীদের কর্মবিরতি অব্যাহত। এই নিয়ে দুর্ভোগের সপ্তাহ পেরোল। বেশ কিছু জেলায় সরকারি বাস পরিষেবা কার্যত বন্ধের মুখে। যাত্রীদের ভোগান্তি চরমে। ক্ষুব্ধ যাত্রীদের প্রশ্ন, পুজোর মুখে কেন দিনের পর দিন বাস চলাচল বন্ধ। যাত্রীরা জানাচ্ছেন, ব্যবসার কাজে হোক বা পুজোর সময় বাড়ি ফেরা, লাগাতার বাস বন্ধের জেরে চরম দুর্ভোগে পড়েছেন তাঁরা।পুরুলিয়ার সরকারি বাস ডিপোতেও অচলাবস্থা। এখানকার কর্মবিরতি পাঁচদিনে পড়ল। বেরোয়নি বাস। অনেক যাত্রীকে বাস ডিপোতে এসে ফিরতে হয়েছে।