kolkata

9 months ago

Kolkata weather report : ফের বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকছেই

kolkata weather report at Kolkata
kolkata weather report at Kolkata

 

কলকাতা, ১২ আগস্ট : নিম্নচাপের প্রভাব কেটে গেলেও মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী দু'দিন হাল্কা থেকে মাঝারী বৃষ্টি চলবে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ছাড়াও রাজ্যের দুই উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামীকাল বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরী হতে পারে। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।


নিম্নচাপ কাটতে না কাটতেই আবার নিম্নচাপের পূর্বাভাস দক্ষিণবঙ্গে। শনিবার পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে নিম্নচাপ তৈরি হতে পারে। আর এই নিম্নচাপ শক্তি বাড়ালে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে। কমবে তাপমাত্রা। আপাতত, কলকাতা-সহ সারা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেও আবহবিদরা জানিয়েছেন। তবে বৃষ্টি বাড়বে রবিবার। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের মতো উপকূলীয় জেলাগুলিতে দমকা হাওয়া-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া এবং পুরুলিয়াতেও।

You might also like!