kolkata

2 weeks ago

Kolkata Police: ধৃতের বাইক সিপি-র নামে নথিভুক্ত, সাফাই দিল কলকাতা পুলিশ

Kolkata Police (Symbolic Picture)
Kolkata Police (Symbolic Picture)

 

কলকাতা, ২৭ আগস্ট : আর জি কর-কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ারের বাইক নথিভুক্ত রয়েছে কলকাতা পুলিশ কমিশনারের নামে! এই নিয়ে অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। সেই বিষয়টি এবার সমাজমাধ্যমে স্পষ্ট করল পুলিশ।

রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য বিষয়টি নিয়ে সরব হয়েছেন। এ নিয়ে কলকাতা পুলিশের সাফাই, কলকাতা পুলিশের ব্যবহারের জন্য সরকারি যানবাহনগুলি প্রথমে সরকারি ভাবে পুলিশ কমিশনারের নামে নথিভুক্ত করা হয়। তার পর সেই যানবাহন বিভিন্ন বিভাগের হাতে ব্যবহারের জন্য তুলে দেওয়া হয়।

কলকাতা পুলিশ এক্স-এ পোস্ট দিয়ে দাবি করে, এই বাইক নিয়ে সমাজমাধ্যমে কয়েক জন ‘বিভ্রান্তি’ তৈরি করার চেষ্টা করছেন। ধৃত যেহেতু সিভিক ভলান্টিয়ার ছিলেন, তাই তাঁর ব্যবহার করা বাইকও কলকাতা পুলিশের কমিশনারের নামেই নথিভুক্ত ছিল।

তদন্ত সূত্রে জানা গিয়েছিল, আর জি কর হাসপাতালে যে দিন চিকিৎসককে ধর্ষণ এবং খুনের অভিযোগ উঠেছে, সে দিন ওই বাইকে চেপেই গিয়েছিলেন ধৃত। ঘটনার আগে আর জি কর হাসপাতালের একটি সিসিটিভি ফুটেজ সূত্রের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। সেই ফুটেজে দেখা গিয়েছে, আর জি কর হাসপাতালের করিডরে যখন হাঁটছেন সিভিক ভলান্টিয়ার, তার হাতে ঝুলছে হেলমেট। ধৃতের সেই বাইকও এখন তদন্তকারীদের আতশকাচের নীচে।

You might also like!