kolkata 7 months ago

Kolkata Metro service : অন্যান্য দিনের তুলনায় মঙ্গলে কম চলবে মেট্রো! তবে অপরিবর্তিত থাকছে সময়সূচি

Kolkata Metro service on tomorrow

 

কলকাতা, ৮ আগস্ট : আগামীকাল, মঙ্গলবার মহরম উপলক্ষে সরকারি ছুটি থাকছে রাজ্যে। তাই মঙ্গলবার অন্যান্য কাজের দিনের তুলনায় মেট্রো পরিষেবা কম থাকবে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে মঙ্গলবার সারাদিনে ২৩৪টি মেট্রো চলবে। যেখানে কাজের দিনগুলিতে নর্থ সাউথ করিডরে ২৮৮টি মেট্রোর পরিষেবা পান যাত্রীরা। মহরমের ছুটির কারণে মঙ্গলবার ৫৪টি মেট্রো কম চলবে। তবে মেট্রোর সময়সূচি অপরিবর্তিত থাকবে। মেট্রো রেল সূত্রের খবর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে মঙ্গলবার সারাদিনে ২৩৪টি মেট্রো চলবে। মহরমের ছুটির কারণে মঙ্গলবার ৫৪টি মেট্রো কম চলবে। তবে সময়সূচি অপরিবর্তিত থাকছে।

মুসলিম সম্প্রদায়ের মানুষেরা মহরম মাসের ১০ তারিখে ‘আশুরা’ পালন করে থাকেন। ‘আশুরা’ শব্দটি ‘আশরা’ শব্দের অপভ্রংশ। আরবিতে ‘আশরা’ শব্দটির অর্থ দশ। মহরমের দিনে শোক পালনের অর্থ হিজরি ৬১ অব্দে ১০ মহরমের দিন হজরত মহম্মদ (সাঃ)-এর আদরের নাতি হজরত হুসেন তাঁর পরিবার ও অনুগামী-সহ ইরাকের কারবালা প্রান্তরে শহিদ হয়েছিলেন। সেই নিষ্ঠুর ও পৈশাচিক হত্যাকাণ্ডে হুসেনের ছয় মাসের শিশুপুত্র আলি আসগরও রেহাই পাননি।


You might also like!