কলকাতা, ১ অক্টোবর : আকাশ পরিষ্কার হয়ে তীব্র রোদের ঝলক, এ ভাবেই শনিবারের সকাল শুরু হয়েছে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টির সম্ভাবনা একটুও নেই। বৃষ্টির ভ্রূকুটি থাকলেও, ষষ্ঠীর সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ এবং শরতের মেঘের দেখা মিলেছে। মনোরম আবহাওয়ায় আরও যেন সতেজ হয়ে উঠেছে মহানগরী।পুজোর বাকি সময়েও এমন আবহাওয়া থাকবে কি না, তা নিয়ে চিন্তিত আপামর বাঙালি। যাইহোক, ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত না থাকায় খুশির আমেজ সকলের মধ্যে। শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। শহরের সর্বনিম্ন তাপমাত্রা এদিন ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।