কলকাতা, ২ জুন : তৃণমূলের নবজোয়ার কর্মসূচিকে কটাক্ষ করে ফের শাসক দলের বিরুদ্ধে কাটমানি নিয়ে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি ব্যর্থ হওয়ায় এবার দলীয় নেতাদের ফের কাটমানি তোলার সুযোগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
শুক্রবার সকালে দীর্ঘ একটি টুইটে শুভেন্দু অধিকারী বলেছেন, "যেহেতু ভাইপোর নবজোয়ার তরঙ্গ তৈরি করতে ব্যর্থ হয়েছে, সেই কারণে পিসি অবশেষে পঞ্চায়েত স্তরের তোলামূল নেতাদের জন্য 'আসল নবজোয়ার' চালু করার উদ্যোগ নিয়েছেন ৷ কাটমানির নবজোয়ার!" তৃণমূলকে ফের 'তোলামূল' বলে কটাক্ষ করে শুভেন্দুবাবুর দাবি, পঞ্চায়েত নির্বাচনের কাটমানি তোলার শেষ সুযোগকে কাজে লাগাতে তৎপর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷
টুইটে বিরোধী দলনেতা একটি তথ্য তুলে ধরেছেন ৷ তিনি জানান, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক দ্য ন্যাশনাল সোশাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম-এর অধীনে নতুন যোগ্য সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে ৷ এই অনুমোদন অনুযায়ী, জাতীয় বার্ধক্য পেনশন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ১,৬৬,৪৫৩ জন সুবিধাভোগীকে আরও বাছাই করা যেতে পারে এবং জাতীয় বিধবা পেনশন প্রকল্পের অপেক্ষা তালিকা থেকে আরও ৬৮,৬৩০ জন সুবিধাভোগীকে সুবিধা পাওয়ার জন্য বাছাই করা যেতে পারে।
এর ফলে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন বিভাগ অপেক্ষা তালিকায় থাকা প্রতিটি ব্যক্তিকে চিহ্নিত করে 'যোগ্য' নাকি 'যোগ্য নয়' তা জানতে একটি শারীরিক যাচাইকরণ প্রক্রিয়া পরিচালনা করতে বলেছে জেলাশাসকদের। এই যাচাইয়ের প্রক্রিয়ার ক্ষেত্রেই কাটমানি বিষয়টি ফের মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন শুভেন্দুবাবু।
এ প্রসঙ্গে তিনি একটি পরিসংখ্যান তুলে ধরে পরিস্থিতি বিশ্লেষণ করার আবেদন জানিয়েছেন। বিজেপি নেতা জানান, বার্ধক্য পেনশন প্রকল্পে আরও ১,৬৬,৪৫৩ জনকে নির্বাচনের সুযোগ রয়েছে ৷ তবে অপেক্ষা তালিকায় নাম রয়েছে ৭,৮৫,৫০৬ জনের ৷
শুভেন্দুবাবুর মতে, বিধবা পেনশন প্রকল্পে আরও ৬৮,৬৩০ জনের নির্বাচনের সুযোগ রয়েছে৷ অথচ অপেক্ষা তালিকায় নাম রয়েছে ২,৫০,৭৭৩ জনের৷ পঞ্চায়েতগুলি যাচাইকরণ প্রক্রিয়া চালাবে। আর তখনই কাটমানির বাড়-বাড়ন্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী দলনেতা ৷