kolkata

1 year ago

Kalyanmoy Gangopadhyay : এসএসসি নিয়োগকাণ্ডে গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায়

Kalyanmoy Gangopadhyay
Kalyanmoy Gangopadhyay

 

কলকাতা, ১৫ সেপ্টেম্বর  : নিয়োগকাণ্ডে এবার গ্রেফতার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়৷ বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করে সিবিআই৷এদিনই জিজ্ঞাসাবাদের জন্য কল্যাণবাবুকে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ ছ’ঘণ্টা চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ৷ সূত্রের খবর, বেশ কিছু প্রশ্নের সন্তোষজনক উত্তর তিনি দিতে পারেননি৷ সন্ধে ৬টার পর তাঁকে গ্রেফতার করে সিবিআই৷

তদন্তকারীদের দাবি, শিক্ষক ও শিক্ষা কর্মী নিয়োগের বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত তিনি৷ ভুয়ো নিয়োগপত্রে সই করতেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়৷ এদিন গ্রেফতারের পরই মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে৷ সেখানে তাঁর মেডিক্যাল পরীক্ষা করা হয়৷

কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে মূলত পাঁচটি অভিযোগ-

১. নিয়ম বহির্ভূতভাবে নিয়োগপত্র তুলে দেওয়া

২. যাচাই না করেই এসপি সিনহা কমিটির সুপারিশের ভিত্তিতে নিয়োগ

৩. বাগ কমিটির রিপোর্টে নাম

৪. গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে দুর্নীতি

৫. ‘হাই জাম্প’ চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র দেওয়া।

হাইকোর্ট নিয়োজিত বাগ কমিটির রিপোর্টে নাম ছিল কল্যাণময়ের। তাঁর বিরুদ্ধে মূলত অভিযোগ, নিয়োগপত্রে সই করে তা প্রাক্তন উপদেষ্টা কমিটির সদস্য এসপি সিনহা অর্থাৎ শান্তিপ্রসাদ সিনহার কাছে পৌঁছে দিতেন।

এসএসসি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ইডি গ্রেফতার করেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। গ্রেফতার করা হয় এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন সদস্য শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকে। এবার সিবিআইয়ের জালে কল্যাণময়।


You might also like!