kolkata

3 months ago

Sujay Krishna Bhadra Arrested :নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার 'কালীঘাটের কাকু'!

Sujay Krishna Bhadra (Symbolic Picture)
Sujay Krishna Bhadra (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ১২ ঘণ্টা জেরা, তারপর গ্রেফতার কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার তিনি। ইডি সূত্রে খবর,তথ্য গোপন,তদন্তে অসহযোগিতা করায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। 

জানা যাচ্ছে, তিনটি সংস্থার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন তিনি। যদিও এই অভিযোগ সরাসরি অস্বীকার করতে থাকেন 'কালীঘাটের কাকু'। ইডির অফিসাররা জানান, তাঁরা ভালভাবেই জানেন এই কোম্পানির মাধ্যমেই কালো টাকা সাদা করা হয়েছে। তাহলে কোথা থেকে এই টাকা এল ? ইডির আধিকারিকরা মনে করছেন, নিয়োগ দুর্নীতির একটা মোটা অঙ্কের টাকা এই তিনটি কোম্পানির মাধ্য়মে সাদা করা হয়েছে। এছাড়াও যে ২০টি সম্পত্তির তথ্য পাওয়া গিয়েছিল, সেখানে বেশ কয়েকটি সম্পত্তি 'কালীঘাটের কাকু'র নামে রয়েছে বলে দাবি করছেন ইডির আধিকারিকরা। এমনকী অন্যদের নামে তিনি বেনামি সম্পত্তি তৈরি করেছিলেন বলেও অভিযোগ রয়েছে। সব মিলিয়ে বেনামি সম্পত্তি তৈরি করা, কোটি কোটি টাকা নয়ছয় করা, আর্থিক তছরুপের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

You might also like!