kolkata 6 months ago

Kalighat sky walk Plan : কালীঘাটে স্কাইওয়াকের জন্য চারটি সংলগ্ন বাড়ি দুশ্চিন্তার কারণ, কপালে ভাঁজ ইঞ্জিনিয়ারদের

Kalighat sky walk Plan

 

কলকাতা, ২৭ আগস্ট : জট কাটিয়ে চলতি বছরের জানুয়ারিতে শুরু হয়েছিল কালীঘাট স্কাইওয়াকের নির্মাণ। কলকাতা পুরসভা এক বছরের মধ্যে নির্মাণ শেষের লক্ষ্যমাত্রা স্থির করলেও কাজ শেষ হওয়া নিয়ে জটিলতা দেখা দিয়েছে। এবার স্কাইওয়াকের জন্য চারটি সংলগ্ন বাড়ি কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারদের কপালে ভাঁজ ফেলেছে। ওই চারটি বাড়ির একটি কিছুটা জীর্ণ হয়ে যাওয়ায় নিশ্চিতভাবে ভেঙে ফেলতে হবে। কালীঘাটে মন্দির সংলগ্ন নির্মীয়মাণ প্রকল্প চত্বরে বর্তমানে হাইড্রলিক মেশিনের সাহায্যে মাটি খোঁড়া চলছে। পুরসভা সূত্রের খবর, স্কাইওয়াকের জন্য ৩৮টি কংক্রিটের স্তম্ভ তৈরি হবে। যার ভিত প্রায় ৪০ মিটার ভূগর্ভে প্রবেশ করবে। স্কাইওয়াক তৈরির দায়িত্বপ্রাপ্ত কলকাতা পুরসভার সিভিল ইঞ্জিনিয়ারিং দফতর সূত্রের খবর, যে এলাকায় স্কাইওয়াক তৈরি হবে, সেটি অত্যন্ত ঘিঞ্জি। মাটির নীচে প্রায় চল্লিশ মিটার পাইলিং করতে গিয়ে নিকাশির পুরনো সংযোগ ঠিক রাখাটাই চিন্তার। পাইলিংয়ের কম্পনে সংলগ্ন বাড়িগুলোর কী অবস্থা হচ্ছে, তা ইঞ্জিনিয়াররা খতিয়ে দেখেছেন। সূত্রের খবর, পাইলিংয়ের কাজ শুরুর পর গত মে মাসে কিছু স্থানীয় বাসিন্দা পুরসভার কাছে তাঁদের আতঙ্কের কথা জানান। কিছু বাড়িতে ফাটল ধরে। মন্দিরের ঢিলছোঁড়া দূরত্বে তিনতলা যে বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে, কাঠামোগত ভাবে সেটি খুবই দুর্বল। সেটি না ভাঙলে যথেষ্ঠ ঝুঁকির কারণ হবে। সেখানে নতুন নির্মাণের নকশাও দ্রুততার সঙ্গে মঞ্জুর হবে। কালী টেম্পল রোডের তিনটি বাড়ির ওপরেও নজর রাখছেন পুর-ইঞ্জিনিয়াররা। পুরসভা সূত্রের খবর, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড থেকে কালী টেম্পল রোড হয়ে কালীঘাট মন্দির যাওয়ার যে রাস্তায় স্কাইওয়াক তৈরি হবে, তার নীচে জল ও নিকাশির বহু পুরনো একাধিক লাইন রয়েছে। স্কাইওয়াক নির্মাণের জন্য ওই পথে জলের লাইন সরানো হলেও নিকাশির সংযোগ সরানো সম্ভব হয়নি। তাই কবে প্রকল্পের কাজ শেষ হবে, তা নিয়ে রয়েছে ঘোর অনিশ্চয়তা।

You might also like!