দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজো হোক বা অন্য যে কোনো অনুষ্ঠান সঠিক পোশাকের সাথে সঠিক আই মেকআপ না হলে পুরো ব্যাপারটাই মাটি হয়ে যাবে। আর চোখের সাজ মানেই কাজল কিন্তু কাজল পড়লে স্মাজ হবার ভঁয় থাকে তবে কিছু সহজ উপায় আছে আপনার বাজার চলতি সাধারন কাজল কে যা স্মাজপ্রুফ করতে পারে।
* কাজল লাগানোর আগে চোখের কোল, চোখের উপরের অংশ ভাল করে টিস্যুপেপার কিংবা পরিষ্কার রুমাল দিয়ে মুছে নিন।এতে ঘাম, অতিরিক্ত তেল দূর হয়ে যাবে। দীর্ঘস্থায়ী হবে কাজল।
*কাজল লাগানোর আগে প্রাইমার বেস লাগাতে ভুলবেন না।এতে কাজল লাগানোও অনেক সহজ হবে। কাজল ঘাঁটবেও কম।
*চোখের চারপাশে বিবি ক্রিম বা সিসি ক্রিম দিয়ে হালকা হাতে মালিশ করুন। ক্রিম যেন পুরোপুরি ত্বকের সঙ্গে মিশে যায়। কাজল লাগানোর আগে এই কৌশল নিলে অতিরিক্ত তেলও চলে যায়, চোখের চার পাশ পরিষ্কারও হয়।
*চোখের অশ্রুরেখায় কাজল লাগান। বেশি ভিতরের দিকে কাজল লাগাবেন না।উপর ও নীচের অশ্রুরেখায় কাজল লাগানোর পরে জলে নষ্ট হয় না এমন আই লাইনার লাগিয়ে নিন তার উপরে। আইলাইনার কাজল ধরে রাখবে।
*কাজল লাগানোর পরে কালো আইশ্যাডো দিয়ে আরও একটি পরত দিন। এতে কাজল লেপ্টে গেলেও সহজে বোঝা যাবে না, আবার ধোঁয়াটে বা ‘স্মোকি লুক’-ও আসবে।